ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফুলবাড়িয়ায় শিক্ষক হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
ফুলবাড়িয়ায় শিক্ষক হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সিলেট (শাবিপ্রবি): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে শাবিপ্রবি ক্যাম্প‍াসে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।



শিক্ষক হত্যায় ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে ৠালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহবায়ক সারোয়ার তুষার, গিয়াস বাবু, রাকিবুল হাসান সাজন প্রমুখ।

বক্তারা পুলিশের নির্যাতনে কলেজ শিক্ষক হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।