পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (০৩ ডিসেম্বর) ভোরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন আনুষ্ঠানিকভাবে ৩টি ইউনিটে ৮টি অনুষদের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন।
এর আগে, শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.pstu.ac.bd) ও বিশ্ববিদ্যালয়ের সব আভ্যন্তরীণ নোটিশ বোর্ডের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা বিভাগের মাধ্যমে জানা যায়, মেধা তালিকা ও অপেক্ষমান তালিকাভুক্ত সবাইকে ৮-১০ ডিসেম্বরের মধ্যে পবিপ্রবি’র ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
মেডিকেল চেকআপ ও মেধা তালিকা থেকে ভর্তির তারিখ ১৮ ও ১৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
২০১৭ সালের ১ জানুয়ারী বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এমএস/পিসি