ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে আলোক ও তথ্যচিত্র প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
শাবিপ্রবিতে আলোক ও তথ্যচিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মুক্তিযুদ্ধে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে দুই দিনব্যাপী আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মুক্তিযুদ্ধে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে দুই দিনব্যাপী আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শাবিপ্রবির অর্জুনতলায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।

এসময় সেখানে উপস্থিত ছিলেন-শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. কবির হোসেন, অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অধ্যাপক আখতারুল ইসলাম, ড. নারায়ণ সাহা, ড. হিমাদ্রী শেখর রায়, সিন্ডিকেট সদস্য ড. এএসএম হাসান জাকিরুল ইসলাম, ড. এজেড মনজুর রশিদ, ড. ফরহাদ হাওলাদার, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল, সহকারী প্রক্টর আলমগীর কবির, সামিউল ইসলাম, আবু হেনা পহিল, তারিকুল ইসলাম, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, যুগ্ম-সম্পাদক সাজিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম দিপু, সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী প্রমুখ।

এদিকে, সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় শাবি প্রেসক্লাবের ‘নাইন মান্থস টু ফ্রিডম’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।