সিলেট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩.৩৭ শতাংশ।
এ বছর পাশের হার গত বছরের তুলনায় দশমিক ২২ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় সিলেট শিক্ষাবোর্ড আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশের সময় এমন তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম।
তিনি বলেন, এবছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়লেও গত বছরের তুলনায় পাশের হারের সূচক কিছুটা কমেছে।
এবছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৫৫ জন। গত বছরের তুলনায় ৫ হাজার ২৯৯ জন শিক্ষার্থী বেশি। আগের বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৯৫৬ জন।
বাংলাদেশ সময়: ঘণ্টা ১২৫৭, ডিসেম্বর ২৯, ২০১৬
এনইউ/বিএস