ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ভূমিকম্প মোকাবেলায় মহড়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ঢাবিতে ভূমিকম্প মোকাবেলায় মহড়া ঢাবিতে ভূমিকম্প মোকাবেলায় মহড়া-ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় দুর্যোগের ‘প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’ স্লোগান নিয়ে ভূমিকম্প কার্যক্রমের মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

মন্ত্রী মোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় এসব মহড়া দেখে আমাদের উপলব্দি ও শিক্ষা নিতে হবে।

১০৯০ এ নম্বরে ডায়াল করে বাংলাদেশ সরকারের বিনা পয়সায় আবহাওয়া বার্তা সবাইকে শোনার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। অনেক মানুষ আবহাওয়ার অবস্থা বোঝার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে। এখন শুধু ওই নম্বরে ডায়াল করেই সারা বাংলাদেশের আবহাওয়ার বার্তা জানা যাবে।

সচেতন হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে অগ্নিকাণ্ড হয় মানবসৃষ্ট কারণে। বাসায় গ্যাসের চুলা জ্বালিয়ে অনেকে কাপড় শুকায়। যার কারণে দুর্ঘটনা ঘটে। সবাই যদি এসব ক্ষেত্রে সচেতন হয় তাহলে এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে পারি আমরা।

অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো অনেক পুরাতন। ভবনগুলোর অবকাঠামো ভূমিকম্প প্রতিরোধ করার মতো নয়। এ মহড়ার মাধ্যমে আমাদের ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগ মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে থাকতে হবে সারাক্ষণ।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসকেবি/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।