ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ডিএনএ বারকোড গবেষণাগার উদ্বোধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ২২, ২০১৭
জাবিতে ডিএনএ বারকোড গবেষণাগার উদ্বোধন গবেষণাগারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডিএনএ বারকোড গবেষণাগারের উদ্বোধন হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে বিশ্বাবিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ গবেষণাগারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ফারজানা ইসলাম বলেন, এ ল্যাবরেটরিতে গবেষণার মাধ্যমে বিশ্বের সকল পোকামাকড় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে, যা আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।

একই সঙ্গে পোকামাকড়ের উপকার এবং ক্ষতিকর দিক জেনে তার ব্যবহার সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জীব-বৈচিত্র্য গবেষণায় গবেষণাগারটি দেশ-বিদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন উপাচর্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, গবেষণাগারের চিফ ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, গবেষণাগারের ডেপুটি চিফ ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনোয়ার হোসেন প্রমুখ।

প্রাণিবিদ্যা বিভাগের তত্ত্বাবধায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে এ গবেষণাগার নির্মিত হয়েছে। এতে প্রায় তিন কোটি টাকা ব্যয় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।