বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক সুভাষ কুমার কর্মকার বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ অক্টোবর রোববার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ই-১ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।
দ্বিতীয় দিন ২৩ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কে ইউনিট, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বি-১ ইউনিট, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বি-২ ইউনিট, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ডি ইউনিট (ব্যবসায় শিক্ষা) ও বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডি ইউনিট (অ-ব্যবসায় শিক্ষা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তৃতীয় দিন ২৪ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এইচ-১ ইউনিট, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এইচ-২ ইউনিট, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এইচ-৩ ইউনিট এবং দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জে ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চতুর্থ দিন ২৫ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সি-১ ইউনিট, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সি-২ ইউনিট, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সি-৩ ইউনিট, দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত আই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শেষ দিন ২৬ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এফ-১ ইউনিট, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এফ-২ ইউনিট, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এফ-৩ ও এফ-অবিজ্ঞান ইউনিট, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জি-১ ইউনিট ও বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জি-২ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ১৬ হাজার ১২০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় দ্বিতীয় বার অংশগ্রহণের সুযোগ চালু করায় গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
টিএ