ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কবি নজরুলে শিক্ষককে হুমকি, প্রক্টরের নামে থানায় অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
কবি নজরুলে শিক্ষককে হুমকি, প্রক্টরের নামে থানায় অভিযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদুল বারীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে প্রক্টর জাহেদুল কবীরের বিরুদ্ধে ত্রিশাল থানায় এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষক।

অধ্যাপক আহমেদুল বারী জানান, গত ১৮ অক্টোবর মোবাইলে কথা বলার সময় হাত-পা ভেঙে প্রাণনাশের হুমকি দিয়েছেন প্রক্টর জাহেদুল কবীর।

বিষয়টি অবহিত করে গত ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ডক্টর হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিতভাবে অভিযোগ পেয়েছি।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।