মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের মানবিক ও সামাজিক অনুষদের ডিন সভাকক্ষে এ কর্মশালা হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট সেল (এসএসি) এবং ইনস্টিটিউট অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে ও একই বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
রিসোর্স পারসন হিসেবে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের সফটওয়্যার দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সফটওয়্যারে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. নেছার আহমেদ এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুস সোবহান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোওয়ার মোর্শেদ, অধ্যাপক ড. গৌতম কুমার দাস, সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন, ড. বাকী বিল্লাহ বিকুল, তপন কুমার রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসআই