রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কৃষিবিদ ইনস্টিটিউশন ও ক্যাটালিস্টের যৌথ উদ্যোগে এ রোড শোর আয়োজন করা হয়।
কৃষি গ্রাজুয়েটদের বেসরকারি চাকরি ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এবং কৃষিভিত্তিক উন্নয়ন প্রকল্প সুইস কন্ট্রাক্ট-ক্যাটালিস্টের সহযোগিতায় আগামী ২৯-৩০ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার এক্সপোতে অংশ নিবে ১৫০টি বেসরকারি প্রতিষ্ঠান।
‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো’-তে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বুথ থেকে শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মো. আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব কৃষিবিদ খাইরুল ইসলাম প্রিন্স, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।
এছাড়া বিভিন্ন অনুষদীয় শিক্ষকমণ্ডলী, কর্মচারী-কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন অনুষদীয় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন কৃষিবিদ ইনস্টিটিউশনের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ পান।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘন্টা, অক্টোবর ২৯, ২০১৭
আরবি/