এ পরীক্ষায় স্কুল পর্যায়ে পাঁচ লাখ তিন হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে তিন লাখ তিন হাজার ৬১২ জনসহ মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নেন।
স্কুল পর্যায়ে ১ লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন উত্তীর্ণ হয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান জানান, স্কুল পর্যায়ে পাসের হার শতকরা ২০ দশমিক ৮১ ভাগ এবং কলেজ পর্যায়ে পাসের হার শতকরা ৩৪ দশমিক ৬৪ ভাগ। সার্বিক পাসের হার শতকরা ২৬ দশমিক ২ ভাগ।
গত ২৫ আগস্ট প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার ফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া কৃতকার্য প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমআইএইচ/এমজেএফ