বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, জেএসসি পরীক্ষার দ্বিতীয়দিন বাংলা দ্বিতীয়পত্রের অনুষ্ঠিত হয়েছে।
সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলো রংপুর জেলায় ৭৫৩ জন। এছাড়া গাইবান্ধা জেলায় ৬৫৩, নীলফামারীতে ৫২২, কুড়িগ্রামে ৬৫৬, লালমনিরহাটে ৩৪৫, দিনাজপুরে ৬৫৫, ঠাকুরগাঁয়ে ৫১১ ও পঞ্চগড় জেলায় ২৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলেও জানান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডে ৩ হাজার ১৭৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫৯টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
জিপি