সোমবার (৬ নভেম্বর) জেএসসি’র ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে জেলার রাজৈর উপজেলার খালিয়া রাজারাম ইনস্টিটিউশন কেন্দ্রে এই ঘটনা ঘটে।
সাজার আদেশপ্রাপ্তরা হলেন- বেলায়েত হোসেন (২৬), ওবায়দুল শেখ (২০) ও সাগর হাওলাদার (২৬)।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা পারভীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, সোমবার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কেন্দ্রের বাইরে থেকে মোবাইল ফোনে উত্তর লিখে পাঠানোর সময় তিন যুবককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে সাজার আদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসআই