এবার ৫টি ইউনিটের আওতায় ১৯টি বিভাগে ৯৮০টি আসনের বিপরীতে মোট ৩৮ হাজার ৫২১টি আবেদন জমা পড়েছে। এতে প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক এ. এইচ. এম. কামাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রথম দিন ১৯ নভেম্বর ‘এ এল’ ইউনিট, ২০ নভেম্বর ‘এ পি’ ইউনিট, ২১ নভেম্বর ‘বি’ ইউনিট, ২২ নভেম্বর ‘সি’ ইউনিট ও ২৩ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.jkkniu.edu.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমএএএম/আরআর