ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে চিরকুটের ‘মানবতার পক্ষে কবিতা’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
জাবিতে চিরকুটের ‘মানবতার পক্ষে কবিতা’ জাবিতে চিরকুটের ‘মানবতার পক্ষে কবিতা’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘সীমানার কাঁটাতার টপকে আসে রোদ’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাহিত্য বিষয়ক সংগঠন চিরকুট সাহিত্যপ্রেমীদের জন্য আয়োজন করছে ‘মানবতার পক্ষে কবিতা’ শিরোনামে কবিতা ও আলোচনা অনুষ্ঠান।

বুধবার (১১ নভেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামিল মেহেদী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, মিয়ানমারে গণহত্যা ও বাংলাদেশে শরণার্থী সমস্যা নিয়ে মানবিক প্রেক্ষাপটে ১২ নভেম্বর আমরা ‘মানবতার পক্ষে কবিতা’ শিরোনামে কবিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি।

বিকেল সাড়ে ৩টায় ক্যাফেটেরিয়া চত্বর (উত্তর পাশে) এ অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে মানবতার গান (চারণ সাংস্কৃতিক কেন্দ্র), কবিতা আবৃত্তি খোরশেদ আলম ও মাহমুদা হক, চিরকুটের ১২তম সংখ্যার পাঠোন্মোচন, মিয়ানমারে গণহত্যা ও বাংলাদেশে শরণার্থী সমস্যা: মানবিক প্রেক্ষাপটের উপর আলোচনা। আলোচক হিসেবে থাকবেন কবি শোয়াইব জিবরান এবং কবি ও কলামিস্ট ফারুক ওয়াসিফ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকছে আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, স্বাগত কবিদের কবিতা পাঠ ও নতুন কমিটি ঘোষণা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।