ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দফতরে বুধবার (০৮ নভেম্বর) রাতে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান জানান, বাংলাদেশ আগামী ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলো।
ভোটের ফল প্রকাশের পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৩৯তম সাধারণ সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানান।
শিক্ষামন্ত্রী নাহিদ ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন প্রতিনিধিদলে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমআইএইচ/এএসআর