বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞান ইউনিটে ৮ হাজার ৬শ’টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা প্রায় ২৭,১২৬ জন।
কেন্দ্রগুলো হলো: ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, কার্জন হল অডিটোরিয়াম, রসায়ন বিভাগ (কার্জন হল), পদার্থ বিজ্ঞান বিভাগ (কার্জন হল), প্রাণিবিদ্যা বিভাগ, মৎস্যবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ (মোকাররম ভবন), পদার্থ বিজ্ঞান বিভাগ (মোকাররম ভবন), ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান গ্রন্থাগার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান গবেষনা ও শিক্ষণ ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এসকেবি/বিএস