শনিবার (৯ ডিসম্বের) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে র্যালিটি বের হয়ে অপরাজেয় বাংলা হয়ে পুনরায় হলে গিয়ে শেষ হয়।
র্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল পরিবার।
র্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপাচার্য বলেন, এদেশের নারী জাগরণের পথিকৃৎ ছিলেন বেগম রোকেয়া। নারীদের অগ্রগতি, উন্নতিতে বেগম রোকেয়ার লেখনী সবসময় অনুপ্রানিত করে।
এ সময় তিনি ছাত্রীদের বেগম রোকেয়ার আর্দশ অনুসরণ করে পথ চলার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এসকেবি/জিপি