ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

রোববার খুলছে জবি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
রোববার খুলছে জবি

জবি: পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার (১ জুলাই) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

শনিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস জানায়, রোববার থেকে রুটিন অনুযায়ী যথারীতি সব ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সব বাস তাদের আগের সময় অনুযায়ী নির্দিষ্ট স্টপিস থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাবে।

এর আগে ৩ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়েল যাবতীয় ক্লাস পরীক্ষা। তবে ৩ জুন (রোববার) ও ২৮ জুন (বৃহস্পতিবার) হওয়ায় ছুটির সঙ্গে যোগ হয় আরও চার দিন। সব মিলিয়ে পূর্ণ এক মাসের ছুটি পায় শিক্ষার্থীরা।

তবে এ সময়ে শুধু ১০ জুন (রোববার) থেকে ২৫ জুন (সোমবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় অফিস ও প্রশাসনিক দফতর বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
কেডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।