ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু রোববার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে রোববার (০৯ সেপ্টেম্বর)। চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।

শনিবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টায় (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাদেশের ১ হাজার ৮১৫ টি কলেজের ৬৯৫ টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২২ হাজার ২৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুমের ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।