শাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন
সিলেট (শাবিপ্রবি): নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও নিজেরাই জেব্রা ক্রসিং অংকন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন তারা।
ঢাকায় শিক্ষার্থী আবরার নিহত হওয়ার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।
এসময় তারা ‘আজকে আবরার কালকে তুমি, নিরাপদ সড়ক চাই, কাল আপনার সুপ্রভাত নাও হতে’ পারে ইত্যাদি স্লোগান সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করে। তারা আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জেব্রাও ক্রসিং অংকন করেন এসময়।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরের জেব্রা ক্রসিংগুলোও পুনরায় অংকন করেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।