ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭ কলেজের অধিভুক্তি বাতিলে ফের আন্দোলন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
৭ কলেজের অধিভুক্তি বাতিলে ফের আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ফের আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। 

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন ঢাবি শিক্ষার্থীরা।  

বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে নতুন সেশনে ভর্তি বিজ্ঞপ্তি বন্ধ করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি একটা কমিটি করেছিল কিন্তু তারা কোনো কাজ করতে পারে নাই। তারা এর মধ্য দিয়ে তাদের ব্যর্থতার কথাই জানান দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- অধিভূক্তি বাতিল আন্দোলনের আহ্বায়ক শাকিল মিয়া। তিনি বলেন, অধিভুক্তি নিয়ে যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।