এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রতিবাদে কর্ণপাত না করায় প্রকৌশল অনুষদের ডিন ড. শেখ রাসেল আল আহম্মেদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।
রোববার (২০ অক্টোবর) দুপুরে চোখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইটিই বিভাগের শিক্ষার্থীরা মিথ্যাচার করে ট্রিপল-ই বিভাগ পেতে চায়। তারা বিসিএস পরীক্ষায় কোড না থাকাসহ যেসব অভিযোগ বা দাবি তুলছেন তা অযৌক্তিক। কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইটিই বিভাগকে ট্রিপল-ইতে রূপান্তরের অপচেষ্টা করছেন। যা কোনোভাবেই মানবেন না ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবিতে কর্ণপাত না করায় প্রকৌশল অনুষদের ডিন ড. শেখ রাসেল আল আহম্মেদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। সেইসঙ্গে তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তবে অভিযোগ অস্বীকার করে প্রকৌশল অনুষদের ডিন ড. শেখ রাসেল আল আহম্মেদ জানান, এখানে শিক্ষকদের কোনো স্বার্থ নেই। শিক্ষার্থীদের এমন আচরণের নিন্দাও জানান তিনি।
গতকাল শনিবারও এ বিষয়ে প্রতিবাদ ও বিভাগের ডিনের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ মিছিল করে ট্রিপল-ই বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরএ