তিনি বলেছেন, যুগের চাহিদা বিবেচনায় নিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ট্রেড কোর্স চালু করা হবে।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর তোমো পুতিয়াইনিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে উপমন্ত্রী একথা বলেন।
আইএলও বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। সংস্থাটি দেশে অন্যান্য প্রকল্পের পাশাপাশি কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট ‘স্কিলস-২১’ প্রকল্পের অংশীদার।
উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধি দল বাংলাদেশের বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা খাতে আরো ব্যাপকভিত্তিক অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছে।
তারা বলেন, বৈশ্বিক বাজারে যে বিপুল সংখ্যক দক্ষতানির্ভর কর্মীর চাহিদা রয়েছে তা কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনীতিসহ আর্থ-সামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। এক্ষেত্রে কারিগরি শিক্ষা হতে পারে একটি অন্যতম হাতিয়ার।
প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, তারা বাংলাদেশের কারিগরি শিক্ষার শিক্ষাক্রম উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পররামর্শক হিসেবে কাজ করতে প্রস্তুত রয়েছেন।
সাক্ষাৎকালে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, এদেশে কারিগরি শিক্ষা নিয়ে যেসব উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা কাজ করছে তাদের সবার কর্মকাণ্ড সমন্বিত করতে পারলে এ খাতের অগ্রাধিকার প্রাপ্ত কর্মসূচি বাস্তবায়ন অনেক সহজ হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমআইএইচ/এমএ