বুধবার (২৫ ডিসেম্বর) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে ১৭৮টি কেন্দ্রের অনুমোদন দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৩ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ভোলা ও পিরোজপুর জেলায় ২৩টি, বরগুনায় ২২টি পটুয়াখালীতে ৩০টি ও ঝালকাঠিতে ১৭টি কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে।
এ তালিকা শুধুমাত্র ২০২০ সালের এসএসসি পরীক্ষার জন্য বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমএস/ওএইচ/