বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এ হলের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির ফসল।
ছাত্রী হলের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে উপযুক্ত দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে মেয়র খালেক বলেন, এক্ষত্রে ছাত্রীদেরও সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে পড়াশোনাই হবে তাদের অগ্রধিকার।
খুকৃবি-এর উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, খুসিক-এর প্রধান নির্বাহী পলাশ কান্তি বালা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এমআরএম/এমএ