বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (শাহ মুখদম থানা আমলি) আদালতের বিচারক মাহাবুবুর রহমান তার বিরুদ্ধে সমন জারি করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১১ ডিসেম্বর দুপুর আড়াইটায় নগরীর শাহ মুখদম থানার ডাঙ্গিপাড়া এলাকায় প্রতিবেশী সিরাজুল ইসলামের ৫ বছরের ভাতিজা শিশু আদনান শিক্ষক সৈয়দ আবু আবদুল্লাহ মুর্তুজার বাড়ির কলিংবেল বাজালে মুর্তুজা বাড়ির ভেতর থেকে ক্ষিপ্ত হয়ে বাইরে বের হয়ে আসেন এবং শিশু আদনানের বাম কানের উপর সজোরে থাপ্পড় মারেন।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু আদনানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বৃহস্পতিবার শিশু আদনানের চাচা সিরাজুল ইসলাম আদালতে মামলা করলে আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট মুন্না সাহা।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসএইচ