ইবি (কুষ্টিয়া): কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ইস্যুতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।
এছাড়াও মুশতাক আহমেদের মৃত্যুর কারণ যাচাইয়ে বিচার বিভাগীয় তদন্ত ও আটককৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান তারা।
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে সোমবার (০১ মার্চ) ৭টার দিকে ইবির শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে এ দাবি জানান তারা।
এ সময় ছাত্র ইউনিউনের নেতা-কর্মীরা বাংলানিউজকে বলেন, মুশতাক আহমেদ একজন মুক্তমনা লেখক ছিলেন। তিনি সমাজের অনিয়ম ও অব্যবস্থাপনাগুলো তার লেখনীতে তুলে ধরতেন। কিন্তু সরকার ও রাষ্ট্র এটি সহ্য করতে পারেনি। বিনা কারণে তাকে জেলে আটকে রেখে হত্যা করেছে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এসআরএস