ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিতে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
আইইউবিতে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার

ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট (সিজিপি) অফিস বুধবার (১৮ আগস্ট) আইইউবি থেকে সদ্য পাসকৃত গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার বিষয়ক এক ওয়েবিনারের আয়োজন করে।  

‘গেট এমপ্লয়েড-মেক ইউরসেলফ জব রেডি’ শীর্ষক এ ওয়েবিনারে মুখ্য আলোচক হিসেব বক্তব্য রাখেন আইইউবির ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট অফিসের পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান।

 

দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে ১৭ বছর কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি প্রতিযোগিতায় বিশ্বে একজন চাকরি প্রত্যাশীকে কীভাবে প্রস্তুত করতে হবে, কী কী দক্ষতা অর্জন করতে হবে এবং কীভাবে নিজেকে চাকরিদাতাদের সামনে উপস্থাপন করতে হবে সে বিষয়ে আলোকপাত করেন। বাস্তবমুখী জ্ঞানার্জনের পাশাপাশি শক্তিশালী নেটওয়ার্ক ও যোগাযোগ দক্ষতা একজন চাকরিপ্রার্থীকে একধাপ এগিয়ে রাখে বলেও তিনি মন্তব্য করেন। চাকরি পাওয়ার পর নিজ প্রতিষ্ঠানের জন্য শতভাগ বিলিয়ে দেওয়া, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা, ইতিবাচক মনোভাব, সহকর্মীদের প্রতি যথাযথ সম্মান ও টিমে কাজ করার মনোভাব রেখে কাজ করার প্রতি তিনি সবাইকে আহ্বান জানান। ৩০ জনের বেশি গ্র্যাজুয়েট এ আলোচনায় অংশগ্রহণ করেন। প্রশ্ন-উত্তর পর্বে তিনি চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিজিপির ক্যারিয়ার কাউন্সিলর ফারজানা হাফিজ। এ সময় সিজিপির সহকারী পরিচালক শারমিন ইসলাম  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।