ঢাকা: করোনা মহামারির কারণে দেড় বছর ধরে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছেন সরকারের নীতি নির্ধারকেরা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১টার পর থেকে শুরু হওয়া বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, ইউজিসি চেয়ারম্যান, দুই মন্ত্রণালয়ের সচিব ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দু’জন কর্মকর্তা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খোলা নিয়ে আলোচনা চলছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, বৈঠকে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি, বিশ্ববিদ্যলয়ের উপাচার্যয/প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/প্রতিনিধি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক/প্রতিনিধি, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান/প্রতিনিধি ও বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে আলোচনা চলছে।
করোনা সংক্রমণ কমে আসতে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে আসছেন। দুই মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে কর্মসূচি ঠিক করছে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন।
সংক্রমণ ৫ শতাংশের কাছাকাছি চলে এলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও জানিয়েছেন, তারা স্কুল খোলার জন্য প্রস্তুতি রেখেছেন। সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পেলেই খুলে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এমআইএইচ/ওএইচ/