ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির শিক্ষার্থীদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
ঢাবির শিক্ষার্থীদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয়: নির্ধারিত সময়ে আবাসিক হল খুলে দেওয়ার জন্য দ্রুত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে টিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ আহ্বান জানানো হয়।

 

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের অতিদ্রুত জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে করোনা ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শতভাগ শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম সমাপ্ত না হলে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ব্যাহত হবে।

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।