ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্কুলঘর এখন মোটরসাইকেলের গোডাউন!

এইচ.এম লাহেল মাহমুদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
স্কুলঘর এখন মোটরসাইকেলের গোডাউন!

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষকে মোটরসাইকেলের গোডাউন বানিয়ে ব্যবসা করছেন কৃষ্ণ কান্ত দাস নামে এক ব্যবসায়ী।

কৃষ্ণ কান্ত দাসের ওই উপজেলা রোডে মোটরসাইকেলের একটি শোরুম রয়েছে।

বর্তমানে ওই বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ তিনি মোটরসাইকেলের গোডাউন হিসেবে ব্যবহার করে শো-রুমে ব্যবসা পরিচালনা করছেন। করোনারকালে স্কুল বন্ধ থাকার সুযোগে তিনি দীর্ঘদিন ধরে ওই স্কুলের শ্রেণিকক্ষটি গোডাউন হিসেবে ব্যবহার করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।   

মোটরসাইকেল ব্যবসায়ী কৃষ্ণ কান্ত দাস বাংলানিউজকে বলেন, আমি আমার শোরুমের গাড়ি স্বরূপকাঠি সার্বজনীন পূজা মন্দিরে রাখতাম। স্কুল বন্ধ থাকায় স্কুল কমিটির অসিম কর্মকারের কাছে অনুমতি নিয়ে মাত্র কয়েকদিনের জন্য গাড়ি রেখেছি। তা ইতোমধ্যে সরিয়ে ফেলেছি।

এ ব্যাপারে কথা বলার জন্য স্কুল কমিটির সহ-সভাপতি অসিম কর্মকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্কুলের প্রধান শিক্ষক মো. সামছুল হক বাংলানিউজকে জানান, আমার কাছে অনুমতি না নিয়ে গাড়িগুলো রাখা হয়েছে। স্কুল কমিটির সহ-সভাপতি অসিম বাবুর কাছে অনুমতি নিয়ে শ্রেণিকক্ষে গাড়ি রেখে ব্যবসা চলছে।

উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী বাংলানিউজকে জানান, আমি কিছু জানিনা। এখন দূরে আছি সরেজমিনে এসে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।