ঢাকা: দ্রুত সময়ের বিশ্ববিদ্যালয় খুলে দিতে নিজ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে টিকা গ্রহণ করার জন্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইডেন কলেজে ভবন উদ্বোধন ও মৎস পোনা অবমুক্তকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আর যাদের এনআইডি নেই, তারা জন্মসনদ ( শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে) দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। আর যদি জন্মসনদ না থাকে তাহলে সেটি করে নেওয়া খুবই সহজ, কাজেই সেটি তারা করে নেবে।
তিনি বলেন, দুদিনের মধ্যে ইউজিসি থেকে একটি লিংক দেওয়া হবে। যে লিংকে তারা জন্মসনদ দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর তারা সুরক্ষা অ্যাপে যেন রেজিস্ট্রেশন করে। তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিয়ে দেওয়া হবে।
২৭ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বলে মনে করেন মন্ত্রী। টিকা গ্রহণ নিয়ে মন্ত্রী বলেন, রেজিস্ট্রেশনের পরে চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। কারণ তখন বিশ্ববিদ্যালয়ের যে মেডিক্যাল সেন্টারগুলো রয়েছে, সেগুলো টিকাকেন্দ্র হিসেবে কাজ করবে। স্বাস্থ্য অধিদপ্তর সেখানে তাদের টেকনিক্যাল সহায়তা দেবে এবং টিকা সরবরাহ করবে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসকেবি/এসআইএস