ময়মনসিংহ: করোনাকালে ভাড়া পরিশোধ না করায় গৌরীপুর পূর্ব দাপুনিয়া এলাকার ডি কে বি কিন্ডার গার্টেন স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে ভবন মালিক জুলহাস উদ্দিন রতন। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন স্কুলের পরিচালক মো. শাহজাহান কবীর হীরা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খবরের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।
তিনি বলেন, করোনায় টানা দেড় বছর বন্ধ থাকার পর স্কুল খোলা হয়েছে। বকেয়া ভাড়ার জন্য সময় না দিয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া অমানবিক। ঘটনাটি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্কুলের পরিচালক মো. শাহজাহান কবির হীরা জানান, ২০১৭ সাল থেকে ৫০ হাজার টাকা জামানত দিয়ে ৫ হাজার টাকা মাসিক ভাড়ার মৌখিক চুক্তিতে চার কক্ষ বিশিষ্ট কিন্ডার গার্টেন স্কুলটি পরিচালিত হয়ে আসছে। বতর্মানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পযর্ন্ত শিক্ষার্থী সংখ্যা ৮৩ জন।
এছাড়াও বর্তমানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ লাখ টাকার শিক্ষা উপকরণ তালাবদ্ধ রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ভবন মালিক জুলহাস উদ্দিন রতন বলেন, বার বার তাগিদ দেওয়ার পরও ভাড়া পরিশোধ করেনি স্কুল পরিচালক। এ জন্য স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আরএ