নরসিংদী: নরসিংদীর রায়পুরায় শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রজেক্টর, স্কুলব্যাগ, চেয়ার-টেবিলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী দিয়েছেন তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজ নগর গ্রামের সিরাজ নগর উম্মুলকুরা ফাজিল ডিগ্রি মাদরাসায় এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান মাদরাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম উদ্বোধন করেন।
পরে রাষ্ট্রদূত মাদরাসার বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন রাষ্ট্রদূত।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিআইকিএ) বাংলাদেশের সমন্বয়কারী ড. ইসমাইল গুনদুগদু।
সিরাজ নগর উম্মুল কুরা ফাজিল ডিগ্রি মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম মক্কির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর হোসেন, রায়পুরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামাল গির আলম, আদিয়াবাদ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সাখাওয়াত হোসেন মিয়া, গভর্নিং বডির সদস্য ডা. ওসামা বিন নুরসহ অনেকে।
আলোচনা সভায় তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান বলেন, জীবন এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে জীবন সাজাতে হবে।
এসময় তিনি মাদরাসাটির প্রসংসা করেন।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এসআই