ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

ইবি: গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয় ব্যতিরেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।  

রোববার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ্য, 'গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং/ফার্ম) শ্রেণিতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর-২০২১ তারিখে অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত ব্যতিরেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, আগামী ১৭, ২৪ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর-২০২১ তারিখ ভর্তি পরীক্ষা চলাকালীন শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিতব্য তারিখগুলোতে ৪দিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।