ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চাঁদাবাজির মামলা, ঢাবি থেকে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
চাঁদাবাজির মামলা, ঢাবি থেকে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়: শেখ হাসিনা বার্ন ইউনিটের এক কর্মীকে মারধর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. আকতারুল করিম রুবেলকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদকের পদ থেকেও তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ঢাবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. আকতারুল করিম রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই সঙ্গে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ‘কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।