ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তি জালিয়াতি রোধে কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
ভর্তি জালিয়াতি রোধে কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): আসন্ন ২০২০-২১ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতির আশ্রয় নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, যেকোনো ধরনের অসদুপায়, ডিজিটাল জালিয়াতির মূলোৎপাটনে আমরা কার্যকর উদ্যোগ নিয়েছি৷ যারা ডিজিটাল জালিয়াতির চক্র, মূল হোতা হিসেবে ভর্তি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতো, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হয়েছে৷ এছাড়া জালিয়াতির মাধ্যমে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, তাদের শনাক্ত করে ভর্তি বাতিলসহ বহিষ্কার করা হয়েছে।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জালিয়াতির ঘটনা যেখানেই চিহ্নিত হবে, বিশ্ববিদ্যালয় কঠোর অবস্থানে থাকবে৷ জালিয়াতি প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স থাকবে৷ যেকোনো অসাধু তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। যৌথভাবে তৎপর থেকে আমরা সমস্যাটি মোকাবিলা করবো৷ এ সময় সাংবাদিকরা কোনো তথ্য পেলে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন তিনি।
 
ভর্তি পরীক্ষা নিয়ে তিনি বলেন, অভিভাবক-শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব এবং সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের জন্য ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সাধারণত সকাল ১০টায় পরীক্ষা হতো, এবার ১১টায় হবে৷ এতে শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে আসতে পারবেন। দিনের মধ্যেই পরীক্ষা দিয়ে ফিরে যেতে পারবেন। কোথাও কোনো ত্রুটি-বিচ্যুতি নজরে এলে তাৎক্ষণিকভাবে জানালে ডিনরা সংশোধন করতে পারবেন৷

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক আব্দুল মঈন, জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক মিহির লাল সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এসকেবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।