ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অবশেষে খুলেছে ঢাবির হল, খুশি শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
অবশেষে খুলেছে ঢাবির হল, খুশি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনার কারণে বন্ধ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল দীর্ঘ ১৮ মাস পর খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছে ‘সেকেন্ড হোমে’ হিসেবে পরিচিত হলে ফিরতে পেরে খুশি তারা।

 

মঙ্গলবার (০৫ অক্টোবর) সকাল ৮ টা থেকে অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল উন্মুক্ত করে দেওয়া হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে মাস্ক ও নিয়মনীতি সম্বলিত লিফলেট দিয়ে যাছাই করা হচ্ছে হলের বৈধ পরিচয়পত্র ও টিকা গ্রহণের সনদ। ছাত্রলীগের পক্ষ থেকে দেওয়া হয় ফুল।

মুহসীন হলের শিক্ষার্থী নাইম বাংলানিউজকে বলেন, সেই যে গেলাম, এতদনি পর হলে আসতে হবে ভাবিনি। অবশেষে সেকেন্ড হোমে ফিরতে পেরে আমি খুবই খুশি।  

সূর্যসেন হলের এক কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মানার জন্য কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এখন শিক্ষার্থীরা নিজেরা স্বাস্থ্যবিধি মানলে সবকিছু ভালোভাবে পালন করা সম্ভব হবে।


বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসকেবি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।