ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।  

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।

পরে দুপুর ১২টা থেকে ১টা দ্বিতীয় শিফট ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ২ হাজার ৬৯ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৩ হাজার ৫৫৮ জন। প্রতি আসনে লড়াই করবেন ২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়া ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩৯ হাজার ৮৯৫ জন। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নির্ধারিত আসন ছিল ১ লাখ ৩৫ হাজার। তবে চূড়ান্তভাবে আবেদন করেছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া গতকাল 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি৷ আজ 'এ' ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আশা করি, পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব৷

 

এদিকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৬ শতাংশ। পরীক্ষায় ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। অনুপস্থিত ছিলেন মোট ১০ হাজার ৭৪১ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।