ঢাকা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যুক্তরাষ্ট্রের দ্য লিঙ্কন ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের সহযোগিতায় দেশে একটি আধুনিক ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন করতে যাচ্ছে। এই ল্যাবে বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক প্রযুক্তিতে ওয়েল্ডিং বিষয়ে মাস্টার ট্রেনার তৈরি করা হবে।
মঙ্গলবার (০৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে কোম্পানিটির স্থানীয় প্রতিনিধি এএনজেড কর্পোরেশনের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এ ল্যাব ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে দেশের কারিগরি শিক্ষা খাতের ৩০০ জন শিক্ষককে মাস্টার ট্রেনার হিসেবে গড়ে তোলা হবে, যারা পর্যায়ক্রমে সারা দেশে শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেবেন। ল্যাবে যারা প্রশিক্ষণ নেবেন তাদের ইতোমধ্যে ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সহজে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।
এ কর্মসূচির ফলে দেশে চলমান মেগা প্রকল্প ছাড়াও বেসরকারি আবাসন খাত, জাহাজ নির্মাণ শিল্প, সেতু ও বাণিজ্য স্থাপনা নির্মাণের জন্য দক্ষ লোকবল সৃষ্টি হবে এবং বিদেশেও উচ্চ বেতনে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং দ্য লিঙ্কন ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের পক্ষে আবু জুহুর নিজাম সমঝোতা স্মারক সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এমআইএইচ/এমজেএফ