বরিশাল: ‘যুক্তি আমার শক্তি’ স্লোগানকে ধারণ করে বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের (বিডিএ) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘৯ম বরিশাল বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২১’।
শুক্রবার (০৮ অক্টোবর) নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ভেন্যুতে প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সহকারী কমিশনার (এনডিসি) মো. নাজমূল হুদা, দেশের স্বনামধন্য বিতার্কিক ও বিডিএ’র উপদেষ্টা উত্তম রায় ও দিপু হাফিজুর রহমান।
প্রতিযোগিতায় আটটি বিশ্ববিদ্যালয় এবং আটটি কলেজ পর্যায়ের দল অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের মডারেটর ড. শামীম আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এমএস/এনটি