ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘জোহা হল কথা কয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
‘জোহা হল কথা কয়’

রাজশাহী: ১৯৭১ সালের গণহত্যা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের টর্চার অবলম্বনে ‘জোহা হল কথা কয়’ নাটকের আনুষ্ঠানিক মহড়া শুরু হয়েছে।  

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের বিভিন্ন কক্ষে এ মহড়া শুরু হয়।

আগামী ৮ ও ৯ নভেম্বর জ্জোহা হলেই এ নাটক পরিবেশন করা হবে।

এর আগে শহীদ শামসুজ্জোহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে জোহার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, প্রক্টর লিয়াকত আলী প্রমুখ।

নাটকের নির্দেশক অধ্যাপক আতাউর রহমান রাজু বলেন, এই নাটকের মহড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনেক আগেই শুরু হয়েছে। যেহেতু জোহা হল টর্চার অবলম্বনে নাটকটি, তাই আজ থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে শুরু হলো রিহার্সেল। এজন্যই শহীদ শামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আমাদের হলে প্রবেশ করা।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের গণহত্যা ও রাবির শহীদ শামসুজ্জোহা হলে যে টর্চার হয়েছিল, তার অবলম্বনে নাটকটি নির্মাণ করা হচ্ছে। এই নাটকে ২৫০ এর বেশি শিল্পি অভিনয় করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রাজশাহী শহরের বিভিন্ন সংস্কৃতিক ব্যক্তিত্ব এখানে অংশগ্রহণ করেছেন। এতে অর্থায়ন করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রসঙ্গত, নাটকের সার্বিক তত্ত্বাবধান করছে রাজশাহী জেলা প্রশাসন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।