ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব কবীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব কবীর

সিলেট: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদোন্নতি পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর আহমদ। তিনি বোর্ডের সাবেক সচিব মো. মোস্তফা কামাল আহমদের স্থলাভিষিক্ত হবেন।

 

রোববার (১০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এছাড়া সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদকে মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইনসিটু সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যাপক অরুন চন্দ্র পালকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর তারা কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনইউ/আরআইএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।