বরিশাল: এডি সাইন্টিফিক ইনডেক্সের বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. খোরশেদ আলম। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টরের দায়িত্ব পালন করছেন।
গত ১০ অক্টোবর সারা বিশ্বের সাত লাখেরও বেশি বিজ্ঞানী ও গবেষকের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে তালিকাটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা এডি সাইন্টিফিক ইনডেক্স।
এই র্যাংকিং করার ক্ষেত্রে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো থেকে এক লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের এক হাজার ৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত পাঁচ বছরের সাইটেশন বিবেচনায় নেওয়া হয়। ড. খোরশেদ তার প্রকাশিত আর্টিকেল, সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের বিবেচনায় এ তালিকায় স্থান পেয়েছেন।
অটোমোবাইল ক্যাটালিস্ট, এনোড ক্যাটালিস্ট, সোলার সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি, হেড ডিস্ক ড্রাইভ ইন্টারফেস ইত্যাদি বিষয়ে তার গবেষণা বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
ড. খোরশেদ বলেন, বিজ্ঞানী ও গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় আমার নামটা দেখে বেশ ভালো লাগছে। আমার নামের সঙ্গে সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নামটাও এই ফোরামে উচ্চারিত হচ্ছে। এটি গবেষণা কর্মে আমাকে আরও উৎসাহিত করবে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আরও অনেকে ভালো গবেষণা করছেন বলে মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমএস/এনএসআর