ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

সেরাদের তালিকায় কুয়েটের ৩৪ শিক্ষক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
সেরাদের তালিকায় কুয়েটের ৩৪ শিক্ষক

খুলনা: এডি সাইন্টিফিক ইনডেক্সের বিশ্বসেরা গবেষকদের তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিভিন্ন বিভাগের ৩৪ জন শিক্ষক।

বিশ্বের ১৩ হাজার ৫৩৭টি বিশ্ববিদ্যালয়ের সাত লাখেরও বেশি বিজ্ঞানী ও গবেষকের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে ১২টি ক্যাটাগরিতে তালিকাটি প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা এডি সাইন্টিফিক ইনডেক্স।

এই র‌্যাংকিং করার ক্ষেত্রে গবেষকদের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত পাঁচ বছরের সাইটেশন বিবেচনায় নেওয়া হয়।

তালিকায় স্থান পাওয়া শিক্ষক ও গবেষকরা হলেন—প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, প্রফেসর ড. মোস্তফা জামান চৌধুরী, প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো.  আমিনুল হক আকন্দ, মো. মিলন ইসলাম, ড. মো. ইলিয়াস উদ্দিন, প্রফেসর ড. এম এম এ হাসেম, ড. নরোত্তম কুমার রায়, প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ড. মো. হাবিবুর রহমান সবুজ, প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, ড. এ বি এম মামুন জামাল, প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, প্রফেসর ড. মো. নূরুন্নবী মোল্লা ও প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ।

এছাড়াও তালিকায় স্থান পেয়েছেন—প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, প্রফেসর ড. মনির হোসেন, ড. মো. আবুল হাসেম, প্রফেসর ড. সজল কুমার অধিকারী, প্রফেসর ড. মো. মোস্তফা সারোয়ার, প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. সোবহান মিয়া, ড. মো. আরাফাত হোসেন, প্রফেসর ড. মুহা. রফিকুল ইসলাম, প্রফেসর ড. কাজী মো. রকিবুল আলম, প্রফেসর ড. মো. মাহবুব আলম, প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী, প্রফেসর ড. মোহাম্মদ আবদুল জলিল, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ড. মুহাম্মাদ মুঈনুল ইসলাম, ড. মো. হাবিবুল্লাহ ও প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, এই অর্জন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় অনুপ্রেরণা জোগাবে, যা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। তিনি আন্তর্জাতিক পরিসরে কুয়েটের মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে দেশের কল্যাণে দিকনির্দেশনা দেওয়াসহ নতুন নতুন উদ্ভাবনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এমআরএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।