ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবির শিক্ষার্থীদের টিকা শনিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
শাবিপ্রবির শিক্ষার্থীদের টিকা শনিবার ...

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের শনিবার (১৬ অক্টোবর) থেকে করোনা ভ্যাক্সিন দেওয়া হবে।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (১৬ অক্টোবর) থেকে ভ্যাক্সিনের জন্য রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ দিন সকাল ১০টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। এতে মাস্টার্স ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ২০০ জন শিক্ষার্থী টিকা পাবেন। এরপর পাবেন অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা। টিকা নিতে শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আনার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।