ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে টিকাকেন্দ্র উদ্বোধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
জবিতে টিকাকেন্দ্র উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য টিকাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এ সময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ,  ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান,  ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক উজ্জ্বল কুমার আচার্য্য, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শামীমা বেগম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জবি মেডিক্যাল সেন্টারে কোভিড-১৯ টিকাকেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা দেওয়া হবে। টিকা নিতে শিক্ষার্থীদের http://student.erp.jnu.ac.bd/jnuis/student/login/view.html লিংকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আগামী ২৫ থেকে ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র প্রথম ডোজের টিকা দেওয়া হবে। দ্বিতীয় ডোজের টিকার সময়সূচি পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।