ঢাকা বিশ্ববিদ্যালয়: সম্প্রতি দেশের সনাতন ধর্মালম্বীদের পূজা উৎসবকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা প্রতিরোধে জনপ্রতিনিধিদের কোনো ধরনের উদ্যোগ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র আয়োজিত ‘হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদে মৌন মিছিল’ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
ঢাবি প্রক্টর বলেন, দেশের যেসব জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। কোনো জায়গাতেই এসব প্রতিরোধে জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ দেখা যায়নি৷ এসব ঘটনার দায় তাদেরও নিতে হবে। নাহলে গণতান্ত্রিক রাষ্ট্র বিপন্ন হবে।
শিক্ষক সমিতির পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, সবার বক্তব্য শুনে আমাদের কাছে মনে হয়েছে, এটি আকস্মিক বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি ছিল একটি সংগঠিত অপচেষ্টা৷ এই আক্রমণে হাজার হাজার তরুণ অংশ নিয়েছেন। এই তরুণ প্রজন্মকে কে প্রশিক্ষিত করল তাদের এই মানসিক অবস্থা কী প্রাতিষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে নাকি ব্যক্তিপর্যায়ে তৈরি হচ্ছে—এই বিষয়টিকে আমাদের এখন সব দিক থেকে বিবেচনা করতে হবে।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসকেবি/এসআইএস