ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা

শাবিপ্রবিতে উপস্থিতি ৮২ শতাংশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
শাবিপ্রবিতে উপস্থিতি ৮২ শতাংশ ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি (সিলেট): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২২ অক্টোবর) সম্পন্ন হয়েছে। এদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে ৪২৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫১ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৮২ শতাংশ। অনুপস্থিতি ১৮ শতাংশ।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ‘গ’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

এ সময় তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ৪২৮ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৫১ জন। আর অনুপস্থিত ছিলেন ৭৭ জন। এতে উপস্থিতির হার ৮২ শতাংশ। অনুপস্থিত ১৮ শতাংশ।

শনিবার (২৩ অক্টোবর) ‘ঘ’ ইউনিটে দুই হাজার ১৮৩ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।